সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
ডেস্ক রিপোর্ট
11
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত। আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচদিনই হবে। আর দুইদিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়।
দীপু মনি বলেন, কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

আজ সেই ভয়াল রাতঃ ২৫শে মার্চ
২৫ মার্চ ২০২৩

শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত ১৬
১৯ মার্চ ২০২৩

খুলে দেওয়া হল কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রোরেল
১৫ মার্চ ২০২৩

শহরে ৩০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালানো যাবে না
২০ ফেব্রুয়ারি ২০২৩

কাঁটাচামচ ব্যবহারে আশ্চর্যজনক ইতিহাস
১৮ ফেব্রুয়ারি ২০২৩

ইতিহাসের পাতায় আজকের দিন
১৮ ফেব্রুয়ারি ২০২৩