পরিত্যক্ত ট্রাকে ১৮ মরদেহ ও জীবিত উদ্ধার ৩৪
ডেস্ক রিপোর্ট
17
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩

পরিত্যক্ত একটি ট্রাক থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউরোপের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। খবর আল জাজিরা’র।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ওই ট্রাকে কাঠ বহন করা হচ্ছিল। এছাড়া একটি গোপন কমার্টমেন্টে শরণার্থী ও অভিবাসীদের লুকিয়ে রাখা হয়েছিল।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেছেন, এ ঘটনায় পাঁচ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। কিন্তু এখন তাদের অবস্থা স্থিতিশীল।
তিনি বলেন, ট্রাকের ভেতর অক্সিজেনের স্বল্পতা ছিল। তারা জমে যাচ্ছিলেন, ভিজে গিয়েছিলেন। কয়েকদিন ধরেই না খেয়ে ছিলেন ওই ব্যক্তিরা। সোফিয়ার কাছে একটি হাইওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল ওই ট্রাকটি।
তবে ট্রাকের চালককে খুঁজে পাওয়া যায়নি। যদিও পুলিশ কাঠের নিচে গোপন একটি কমার্টমেন্টে ওই ব্যক্তিদের খুঁজে পায়। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

নতুন নিষেধাজ্ঞা আরেপ মিয়ানমারের ওপর
২৫ মার্চ ২০২৩

অবশেষে ইরানের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ
২০ মার্চ ২০২৩

এবার পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
১৮ মার্চ ২০২৩

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মত দূরপাল্লার ক্ষেপনাস্ত্র চালালো উত্তর কোরিয়া।
১৬ মার্চ ২০২৩

ফ্রেডি ঝড়ের তান্ডবে মোজাম্বিক ও মালাউইতে শতাধিক মারা গেছে
১৪ মার্চ ২০২৩

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া অভিবাসী নৌকা থেকে ১৭ বাংলাদেশিকে উদ্ধার
১৪ মার্চ ২০২৩