ঢাকা শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা


ডেস্ক রিপোর্ট
162

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৯:৫৪ পিএম
চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা ফাইল-ফটো



টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য ৬টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বুধবার (১৪ সেপ্তেম্বর) বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহ অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাব্বির রহমান। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে। তারা হলেন- কাজী শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মাহাদী হাসান ও সৌম্য সরকার।

বাংলাদেশের আগামী একবছরের পরিকল্পনা অনুসারে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনাক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসাইন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাইঃ কাজী শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মাহাদী হাসান ও সৌম্য সরকার।


আরও পড়ুন: