ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

৮ গোলের রোমাঞ্চ জিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ


ডেস্ক রিপোর্ট
120

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪ | ১১:০১:২১ এএম
৮ গোলের রোমাঞ্চ জিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ ফাইল-ফটো



একবার অ্যাতলেটিকো মাদ্রিদ এগিয়ে যায় তো আরেকবার রিয়াল মাদ্রিদ। মনে হচ্ছিল রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। কিন্তু অন্তিম সময়ের দুই গোলে শেষ হাসি হাসল স্পেনের সফল দলটি। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছাল রিয়াল।

বুধবার রাতে সৌদি আরবের আল আওয়াল পার্কে জমে উঠে দুই দলের মধ্যকার মাদ্রিদ ডার্বি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩ সমতা থাকার কারণে আর দুইবার (১৫ মিনিট করে) অতিরিক্ত সময় দেন রেফারি। সব মিলিয়ে রোমাঞ্চকর এই লড়াই চলে ১২০ মিনিট। তবে শেষ হাসিটা ছিল রিয়ালের মুখেই। ম্যাচের শেষ দিকে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে অ্যাতলেটিকোর দর্শকদের স্তব্ধ করে দেয় রিয়াল।

স্প্যানিশ সুপার কাপের হাই-ভোল্টেজ প্রথম সেমিফাইনালে ৫-৩ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। সাথে লা লীগায় চলতি মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের হিসাবও চুকাল স্প্যানিশ জায়ান্টরা৷ 

শুরুতেই তাদের পেছেনে ফেলে দেয় অ্যাতলেটিকো। সপ্তম মিনিটে গ্রিজমানের কর্নারে সবার ওপরে লাফিয়ে আড়াআড়ি হেডে ঠিকানা খুঁজে নেন এরমোসো। গোলমুখে বেশ জটলা থাকলেও সবার মাঝ দিয়ে বল যায় জালে, কিছুই করার ছিল না গোলরক্ষক কেপা আরিসাবালাগার। পিছিয়ে পড়ে যেন জেগে ওঠে রিয়াল। আক্রমণাত্মক ফুটবলে ভীষণ চাপ তৈরি করে তারা। বল পায়ে নিজেদের অর্ধ ছেড়ে বের হতেই পারছিল না দিয়েগো সিমেওনের দল। 

অনেকটা খেলার ধারার বিপরীতে অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় অ্যাতলেটিকো। কিন্তু মার্কোস ইয়োরেন্তের ক্রসে দূরের পোস্টে শট একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি আলভারো মোরাতা। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে বেলিংহ্যামের শট আতলেতিকোর একজনের পায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। লুকা মদ্রিচের সেই কর্নার থেকেই চমৎকার হেডে সমতা ফেরান রুডিগার। দূরের পোস্টে পুরোপুরি অরক্ষিত ছিলেন এই ডিফেন্ডার। 

২৭তম মিনিটে রদ্রিগোর শট ইয়ান ওবলাকের হাত ফসকে যায়। তবে অ্যাতলেটিকো গোলরক্ষকের কপাল ভালো। বল বেরিয়ে যায় পোস্টের পাশ দিয়ে। প্রতিপক্ষকে প্রবল চাপে রেখেই রিয়াল এগিয়ে যায় ৩০তম মিনিটে। কারভাহালের নিচু ক্রস ডি-বক্সে পেয়ে আলতো কিন্তু কার্যকর এক টোকায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মঁদি। 

তিন মিনিট পর গোল পেতে পারতেন গ্রিজমান। পেনাল্টি স্পটের কাছ থেকে ফরাসি ফরোয়ার্ডের হেড যায় গোলরক্ষক বরাবর। নষ্ট হয় সমতা ফেরানোর চমৎকার সুযোগ। তবে ৩৭তম মিনিটে ফরাসী বিশ্বকাপজয়ী ফুটবলার গ্রিজম্যানের গোল ফের ২-২ গোলে সমতায় ফেরে অ্যাতলেটিকো।

দ্বিতীয়ার্ধেও খেলা হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে ৭৮ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। মোরাতার চ্যালেঞ্জের মুখে ঠিকমতো ক্রস বিপদমুক্তি করতে পারেননি রিয়াল গোলকিপার। কেপার হাত ফসকে বল রুডিগারের গায়ে লেগে জড়ায় জালে। ভেঙে পড়েনি রিয়াল। ৮৫ মিনিটে ফের সমতা টানে ইউরোপের জায়ান্ট দলটি। কারভাহালের বুলেট গতির শটের জবাব জানা ছিল না অ্যাতলেটিকো গোলরক্ষকের।

পরের কিছুক্ষণ যেন ঝড় বয়ে যায় ওবলাক-এরমোসোদের ওপর। প্রতিপক্ষকে ভীষণ চাপে রেখে একটির পর একটি শট নেন রিয়ালের খেলোয়াড়রা। কিন্তু কোনোটিই খুঁজে পায়নি ঠিকানা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

মনে হচ্ছিল এই ধাপ পেরিয়ে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। কিন্তু সৌভাগ্যের এক গোলে ১১৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। কারভাহালের ক্রসে হোসেলু ঠিক মতো মাথা ছোঁয়াতে পারেননি। কিন্তু তার পাশেই থাকা সাভিচের পায়ে লেগে বল জড়ায় জালে। দারুণ চেষ্টার পরও ঠেকাতে পারেননি ওবলাক। গোল শোধের জন্য মরিয়া হয়ে কর্নারের সময় অ্যাতলেটিকো গোলরক্ষকও চলে এসেছিলেন রিয়ালের ডি-বক্সে। তাতে কাজ হয়নি। উল্টো দারুণ গতিতে প্রতি-আক্রমণে ছুটে গিয়ে ব্যবধান আরও বাড়ান দিয়াস। 

চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে খেলবে রিয়াল। ২০১৯-২০ মৌসুমে প্রথম আসরে ফাইনালে খেলার পর থেকে সেমি-ফাইনাল থেকেই বিদায় নিচ্ছে অ্যাতলেটিকো। লড়াকু ফুটবল উপহার দেওয়া দলটি শূন্য হাতে ফিরল আরও একবার। 

আগামী রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ জানার অপেক্ষায় আনচেলত্তির দল । বৃহস্পতিবার বার্সেলোনা ও ওসাসুনার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা।


আরও পড়ুন: