ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৭ মার্চ ২০২৪

বুন্দেস লিগায় শিরোপার দৌড়ে পিছিয়ে থাকা বায়ার্নের গোল উৎসব, কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিক।


খেলা ডেস্ক
71

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ | ০২:০৩:৩৩ পিএম
বুন্দেস লিগায় শিরোপার দৌড়ে পিছিয়ে থাকা বায়ার্নের গোল উৎসব, কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিক। ফাইল-ফটো



দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন হ্যারি কেইন। হ্যারি এডওয়ার্ড কেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার বেশি পরিচিত। তিনি জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। গত শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় হয়ে যাওয়া বুন্ডেসলিগার ম্যাচটিতে  ৮-১ গোলে জিতেছে স্বাগতিকরা। 

 

এই মৌসুমের শুরুতে টটেনহ্যাম হটস্পার থেকে মিউনিখে পাড়ি দিয়ে একের পর এক পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন কেইন।যার ধারাবাহিকতায় আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন হ্যারি কেইন। চলতি আসরে ২৫ ম্যাচে কেইনের গোল হলো ৩০টি, স্পর্শ করলেন বুন্দেসলিগায়  অভিষেক মৌসুমে জার্মান গ্রেট উয়ি সিলারের সবচেয়ে বেশি ৩০ গোলের অসামান্য কীর্তি।
 
বুন্দেস লিগায় শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও হ্যারি কেইনের রেকর্ডগড়া হ্যাটট্রিকে আবারও ঘুরে দাঁড়িয়েছে বায়ার্ন মিউনিখ।শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে ব্যবধান কমিয়েছে গত ১১ বারের লিগ চ্যাম্পিয়নরা। গত ২৫ ম্যাচে তাদের সর্বমোট পয়েন্ট দাঁড়ালো ৫৭। ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লেভারকুজেন।


আরও পড়ুন: