ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

টাইব্রেকারে হার ইন্টারের, ওবলাকের দস্তানায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে অ্যাটলেটিকো


ডেস্ক রিপোর্ট
67

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ | ১০:০৩:৫৩ এএম
টাইব্রেকারে হার ইন্টারের, ওবলাকের দস্তানায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে অ্যাটলেটিকো



অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় গতবারের রানার্স ইন্টার মিলানের ৷ অন্যদিকে টাইব্রেকারে জিতে 2021-22 মরশুমের পর ফের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে স্প্যানিশ জায়ান্টরা ৷ টাইব্রেকারে জোড়া শট বাঁচিয়ে নায়ক জ্যান ওবলাক ৷

মাদ্রিদ, 14 মার্চ: ফিরতি লেগ ঘরের মাঠে হলেও চলতি মরশুমে ইন্টার মিলান যে ফর্মে রয়েছে তাতে লড়াই সহজ ছিল না ৷ কিন্তু পিছিয়ে পড়া অ্যাটলেটিকো মাদ্রিদ-ই বাজিমাত করল শেষমেশ ৷ সিরি-এ টেবল টপারদের টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল দিয়েগো সিমিওনে'র দল ৷ ঘরের মাঠে এদিন নির্ধারিত সময়ে 2-1 গোলে এগিয়ে ছিল অ্যাটলেটিকো ৷ কিন্তু এগ্রিগেট 2-2 হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে 3-2 ব্যবধানে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের ৷

 

টাইব্রেকারে জোড়া শট বাঁচিয়ে অ্যাটলেটিকোর জয়ের নায়ক জ্যান ওবলাক ৷ ইন্টারের একটি শট বাইরে মারেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ৷ প্রথম লেগে পিছিয়ে থাকা সিমিওনের দলের জন্য এদিন কাজটা আরও কঠিন করে তোলেন ফেডেরিকো ডিমারকো ৷ বুধবার ম্যাচের 33 মিনিটে ডান পায়ের দুরন্ত ভলিতে গতবারের রানার্সদের এগিয়ে দেন এই উইং-ব্যাক ৷ এগ্রিগেটে 0-2 পিছিয়ে পড়া অ্যাটলেটিকো অবশ্য স্বল্প সময়ের ব্যবধানেই পরাস্থ্য করে ৷

 

35 মিনিটে 1-1 করেন আতোয়াঁ গ্রিজম্যান ৷ এক্ষেত্রে ইন্টার রক্ষণে ত্রুটির সুযোগ কাজে লাগান অ্যাটলেটিকো ফুটবলাররা ৷ 86 মিনিট পর্যন্ত এগ্রিগেটে পিছিয়ে থাকা 11 বারের লা-লিগা চ্যাম্পিয়নরা সমতায় ফেরে নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ৷ কোকের পাস ধরে ব্যবধান 2-1 করেন মেম্ফিস ডিপাই ৷ এরপর অতিরিক্ত সময়েও স্কোরলাইন হেরফের না-হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে অ্যালেক্সিস স্যাঞ্চেজ এবং ডেভি ক্লাসেনের শট বাঁচিয়ে নায়ক বনে যান ওবলাক ৷ ইন্টারের হয়ে পঞ্চম পেনাল্টি নিতে আসা মার্টিনেজ শট বাইরে মারতেই শেষ আট নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি ৷

 

অন্য ম্যাচে পিএসভি এন্ডোভেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে বরুসিয়া ডর্টমুন্ড ৷ সেইসঙ্গে চূড়ান্ত হয়ে গেল আটটি দল ৷ আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, আর্সেনাল এবং বার্সেলোনা


আরও পড়ুন: