ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

অ্যাতলেতিকোকে হারিয়ে সেমিতে বার্সেলোনা


ডেস্ক রিপোর্ট
53

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪ | ১০:০৩:০৩ এএম
অ্যাতলেতিকোকে হারিয়ে সেমিতে বার্সেলোনা ফাইল-ফটো



 

চলতি মৌসুমে ঘরের মাঠে অপরাজিত ছিল আতলেতিকো মাদ্রিদ। অবশেষে দিয়েগো সিমিওনের শিষ্যদের দুর্গ ভাঙল বার্সা।রীতিমতো গুঁড়িয়ে দিল জাভির দল।অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ বরাবরই প্রতিপক্ষের জন্য কঠিন। সেই মাঠে গিয়েই গোল উৎসব করল বার্সেলোনা।লা লিগার ম্যাচে ৩-০ গোলে জয় পেল বার্সা। আর দারুণ এই জয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এলো কাতালানরা।


আগের ১৪ ম্যাচে ১৩টি জিতেছিল, ড্র করেছিল একটিতে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা।
ওয়ান্দা মেট্রোপলিটনে শুরুতে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বার্সেলোনা। তবে সময় বাড়ার সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে আসে জাভি এর্নান্দেসের দল।

৩৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোল এগিয়ে দেয় বার্সেলোনাকে। 
মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত লেভানদোস্কি। আর ৬৫ মিনিটে ব্যবধান ৩-০ হয় ফারমিন লোপেজ জালের দেখা পেলে।

২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো পিছিয়ে আট পয়েন্টে। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭২। আর তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬২।


আরও পড়ুন: