ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
০৯ মে ২০২৩

রাজধানী ছাড়িয়ে ফেনীতেও গ্যাস সংকট


ডেস্ক রিপোর্ট
148

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:০২ এএম
রাজধানী ছাড়িয়ে ফেনীতেও গ্যাস সংকট ফাইল-ফটো



গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানী সহ ফেনীতেও। ভোর থেকে দুপুর পর্যন্ত থাকে না গ্যাস। এরপর গ্যাসের দেখা মিললেও রান্নাবান্নায় লেগে যায় দ্বিগুণ সময়। ভোগান্তিতে জেলার বিভিন্ন এলাকার মানুষ। অনেকে মাটি বা সিমেন্টের চুলাতেই রান্নার কাজ সারছেন।

শুধু রাজধানী নয়, গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে ফেনীতেও। ভোর থেকে দুপুর পর্যন্ত থাকে না গ্যাস। এরপর গ্যাসের দেখা মিললেও রান্নাবান্নায় লেগে যায় দ্বিগুণ সময়।

গ্যাসের তীব্র সংকটে ভোগান্তিতে সহদেবপুর, পেট্রোবাংলা, পরশুরাম ফুলগাজীসহ বিভিন্ন এলাকার মানুষ। দফায় দফায় দাম বাড়লেও কাটছে না সংকট। বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপকের সাথে নিয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যান তিনি।

গ্যাসের সমস্যা সাময়িক, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে আশা জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের।

ফেনীতে এলাকাভেদে গ্যাস সংকট দুই মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত।


আরও পড়ুন: