ঢাকা বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪
০৬ ফেব্রুয়ারি ২০২৩

বিশাল বহর নিয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে সোহেল তাজ


ডেস্ক রিপোর্ট
176

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ০৪:০৮:২৯ পিএম
বিশাল বহর নিয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে সোহেল তাজ ফাইল-ফটো



রাজনীতিতে ফিরে আসার গুঞ্জনের মধ্যে শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজির হলেন সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমণ্ডির ওই কার্যালয়ে যান তিনি। সেখানে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি না- জানতে চাইলে সোহেল তাজ বলেন, “রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি রাজনীতির বাইরে ছিলাম না কোনো সময়ই। “মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।” মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০৮ সালে প্রথম নির্বাচনে অংশ নিয়েই সংসদ সদস্য হয়েছিলেন। পরে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও করেন শেখ হাসিনা। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তার সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তারই বোন সিমিন হোসেন রিমি। আওয়ামী লীগের সঙ্গে নিজের রক্তের সম্পর্কের কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, “বরাবরই বলে আসছি, যদি দলের প্রয়োজন হয়, যদি ডাক পড়ে, আমি কাজ করতে প্রস্তুত আছি। “আমার যদি ডাক পড়ে, আমি সাড়া দেব। আমি আবার রাজপথে থাকব। ২০০১ সালে বিএনপি জায়ামাত-জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকব। আমি সে অবস্থানেই আছি।” সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ এই মাসেই এক ফেইসবুক পোস্টে লিখেছিলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় শেখ হাসিনা! বাংলাদেশ চিরজীবী হোক।”


আরও পড়ুন: