ঢাকা শনিবার
২০ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

সাকিবের জায়গায় ভাগ বসালেন সাউদি


খেলা ডেস্ক
156

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ | ০৫:১০:৫৭ পিএম
সাকিবের জায়গায় ভাগ বসালেন সাউদি ফাইল-ফটো



টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের উদ্বোধনী ম্যাচেই রেকর্ড হয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানের বিশাল এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড, যা আবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয়।

এমন এক অবিস্বরনীয় ম্যাচে ব্যক্তিগতভাবেও এক রেকর্ড করেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাউদি।

বিশ্বকাপ শুরুর আগে ১২২ উইকেট নিয়ে সাকিব ও সাউদি যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। সিডনিতে আজ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন উইকেট তুলে নেওয়ায় সাউদির এখন উইকেট সংখ্যা ১২৫। ফলে তিনি এককভাবে এখন সর্বোচ্চ উইকেটের মালিক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়েই সাকিবকে ছাড়িয়ে যান সাউদি। এরপরে মিচেল মার্শকেও ফেরান তিনি। আর ৮৯ রানের জয়ের ম্যাচের শেষ পেরেকটাও ঠুকে দেন কিউই এই তারকা।

আন্তর্জাতিক টি-২০'তে সর্বোচ্চ উইকেট শিকারিঃ

১. টিম সাউদি (নিউজিল্যান্ড) - ১২৫

২. সাকিব আল হাসান (বাংলাদেশ) - ১২২

৩. রশিদ খান (আফগানিস্তান) - ১১৮

৪. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) - ১০৭

৫. ইশ সোধি (নিউজিল্যান্ড) - ১০৪


আরও পড়ুন: