ঢাকা শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪
১৬ এপ্রিল ২০২৪

শত বছরের পুরোনো গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে ইউরোপীয় পর্যটক দল


ডেস্ক রিপোর্ট
170

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ | ১২:১১:৫৭ পিএম
শত বছরের পুরোনো গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে ইউরোপীয় পর্যটক দল ফাইল-ফটো



বিশ্বের নামিদামি ব্র্যান্ডের শতবর্ষী ২০টি গাড়ি ও দুইটি মোটরসাইকেল নিয়ে ৪৩ জনের একদল বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণে এসেছেন। আন্তঃদেশীয় ইস্ট হিমালয়ান কার র‍্যালিতে অংশ নেওয়া পর্যটকরা রবিবার (৬ নভেম্বর) সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশ আসেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তারা গাজীপুরের সারাহ্ রিসোর্টে এসে পৌঁছান। সারাহ্ রিসোর্টে এক রাত যাপন শেষে বুধবার সকালে তারা পাবনার উদ্দেশ্যে রওনা হন। পাবনায় এক রাত যাপন শেষে যশোর হয়ে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে এক পর্যটক দলের।

বর্হিবিশ্বে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে দ্য জার্নি ওয়ালেট প্রথমবারের মতো আন্তঃদেশীয় শতবর্ষী গাড়ির এই শোভাযাত্রা প্রদর্শনীর আয়োজন করে।

এর আগে রবিবার (৬ নভেম্বর) সকালে ইউরোপ-আমেরিকার ২০টি ক্লাসিক্যাল গাড়ি নিয়ে কারনেট সুবিধার আওতায় দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কানাডা, সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স ও পোল্যান্ডের নাগরিকরা দীর্ঘ এ ভ্রমণে অংশ নিয়েছেন। শত বছরের পুরনো মডেলের গাড়ি নিয়ে ভ্রমণপিপাসু পর্যটকরা প্রতি বছর এই অ্যাডভেঞ্চার শোভাযাত্রা করে থাকে জানা গেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে পর্যটক দল যার যার দেশের পতাকা নেড়ে গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। এ সময় বাহারি রং আর ডিজাইনের এসব গাড়িতে থাকা ভ্রমণকারীদের স্বাগত জানান স্থানীয় উৎসুক জনতা। এক রাত যাপন শেষে ৪৩ জনের পর্যটক দল বুধবার সকালে সারাহ্ রিসোর্ট থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হন বলে জানান গাজীপুরের সারাহ্ রিসোর্টের মহাব্যবস্থাপক (জিএম) আহমেদ রাকিব।

তিনি বলেন, ভিনদেশী এসব পর্যটকরা আমাদের রিসোর্টে আসায় আমরা খুবই খুশি। আশা করি তাদের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’ তারা বাংলাদেশের পরিবেশ, আতিথেয়তায় মুগ্ধ বলে জানান তিনি।

ভ্রমণকারী দলের কো-অর্ডিনেট মো. মতিউর রহমান বলেন, ভ্রমণকারী দল বুধবার সকালে গাজীপুর থেকে পাবনা এসেছেন। এরপর এখান থেকে যশোর যাবেন। আগামী শনিবার (১১ নভেম্বর) পর্যটক দল যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যাবেন।

দ্য জার্নি ওয়ালেটেরে ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, অংশগ্রহণকারীরা নিজেরা পরিকল্পনা করেছে বাংলাদেশের কোথায় কোন পথে যাবেন। তাদের অনেক গাড়ি ৮০ থেকে ১০০ বছরের পুরনো। তারা বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে অবিভূত। শুক্রবার (১১ নভেম্বর) বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে এ পর্যটক দল। এখানে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭৬ বছর।

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


আরও পড়ুন: