ঢাকা শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

শিরোপা জিততে ইংল্যান্ডের সামনে সহজ লক্ষ্য


খেলা ডেস্ক
169

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৩:১১:২৬ পিএম
শিরোপা জিততে ইংল্যান্ডের সামনে সহজ লক্ষ্য ফাইল-ফটো



৯২’র হারের প্রতিশোধ নিতে ও ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা ঘরে তোলার জন্য ইংল্যান্ডের সামনে পাকিস্তান মামুলি লক্ষ্যমাত্রা দিয়েছে। আগে ব্যাট করে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাবর-রিজওয়ানরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।  ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশ বদল করার ঝুঁকি নেয়নি দু’দলের কেউই। পাকিস্তান আর ইংল্যান্ড দু’দলই সেমিফাইনালজয়ী একাদশ নিয়ে মাঠে নামে। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের সুবিধা নিতে ব্যর্থ হয় পাকিস্তান। তাই রান বাড়াতে ইংলিশ বোলারদের ওপর আগ্রাসী হয়ে উঠেছিলেন দুই ওপেনার। চতুর্থ ওভারের প্রথম বলে ওকসকে ছক্কা মারেন রিজওয়ান। পরের ওভারে তাকে ফেরত পাঠান কুরান। কুরানের ওয়াইড লাইনের বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ১৪ বলে ১ ছয়ে ১৫ রান করে আউট হন রিজওয়ান। তখন পাকিস্তানের দলীয় রান মাত্র ২৯। দলীয় ৪৫ রানে ১২ বল খেলে ৮ রান করে বিদায় নেন মোহাম্মদ হারিস। আদিল রশিদের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে বাবর ও শান মাসুদ ইনিংস মেরামতের চেষ্টা চালান। কিন্তু দলীয় ৮৪ রানে বাবর আদিল রশিদের দ্বিতীয় শিকারে পরিণত হন। বাবরের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই ইফতিখারকে বিদায় করেন স্টোকস। ইফতিখার ৬ বল থেকে ০ রান করেন। পঞ্চম উইকেটে শান মাসুদ ও শাদাব খান স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা চালান। দলীয় ১২১ রানে ২৮ বলে ৩৮ রান করা শান মাসুদকে আউট করে ৩৬ রানের জুটি ভাঙেন কুরান। শানের বিদায়ের ২ রান পর শাদাবকে নিজের শিকার বানান ক্রিস জর্ডান। তখন দলীয় রান ১২৩। মোহাম্মদ নওয়াজও বেশিক্ষণ থাকতে পারেননি। ৭ বলে ৫ রান করে দলীয় ১২৯ করে কুরানের তৃতীয় শিকারে পরিণত হন নওয়াজ। বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিতে পরিণত হন কুরান। শেষমেশ ১৩৭ রানের টার্গেট দেয় পাকিস্তান। পাকিস্তান এবং ইংল্যান্ড-দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি। পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। ইংল্যান্ড স্কোয়াডঃ জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ।


আরও পড়ুন: