ঢাকা বুধবার
০৯ জুলাই ২০২৫
১৬ অক্টোবর ২০২৪

ভারতকে চাপিয়ে হাসিমুখে লাঞ্চ বিরতিতে টাইগাররা


ডেস্ক রিপোর্ট
440

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:১১ এএম
ভারতকে চাপিয়ে হাসিমুখে লাঞ্চ বিরতিতে টাইগাররা ফাইল-ফটো



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম সেশনটা দুর্দান্ত কাটলো বাংলাদেশের। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে ভারত।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটিতেই তুলে ফেলেছিল ৪১ রান। তবে এরপরই বাংলাদেশ ম্যাচে ফিরে এলো। ১৪তম ওভারে তাইজুল ইসলাম শুভমান গিলকে ফেরানোর পর থেকে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইন আপ!

শুভমান গিলকে বিদায় করে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তাইজুল ইসলাম। এর পাঁচ ওভার পর উইকেট হিসেবে লোকেশ রাহুলকে ফেরালেন খালেদ আহমেদ। ২২ রান করে সিলেটের এই পেসারের বলে বোল্ড আউটে ফেরেন ভারতীয় অধিনায়ক।

এরপর পালা আসে বিরাট কোহলির। ভারতের তারকা এই ব্যাটারকেও এদিন খোলস ছেড়ে বের হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরায় বাংলাদেশ। তাইজুল ইসলাম ১ রানে থাকা অবস্থায় কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।

এরপর অবশ্য হাল ধরেছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। নিজের স্বভাবসুলভ ব্যাটিং করছেন পন্থ। ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ২৯ রান করেছেন তিনি। ৩ চারে ৫৪ বলে ২২ রান এসেছে পূজারার ব্যাটে।


আরও পড়ুন: