ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৬ মার্চ ২০২৪

শতছিন্ন একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা


ডেস্ক রিপোর্ট
159

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০২:০১:২৩ পিএম
শতছিন্ন একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা ফাইল-ফটো



ঘড়ির কাটায় রাত ১২টা। শতছিন্ন একটি কাঁথায় গা মুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা। অপেক্ষা কখন সকাল হবে।

রাজধানীর সদরঘাট, যাত্রাবাড়ী, সায়দাবাদ ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাতের হিমশীতল ঢাকার আকাশের নিচে শুয়ে আছে অসংখ্য ছিন্নমূল মানুষ।

ঘড়ির কাটায় রাত দেড়টা। দিনভর শহর দাপিয়ে রিকশা নিয়ে গ্যারেজে ফিরেন ওসমান আলী। হাড় কাঁপুনি শীতে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমেছে তার।

কারওয়ান বাজার, খিলগাঁওসহ বিভিন্ন রিকশার গ্যারেজ চায়ের দোকান গুলোতে ঘুরে দেখা যায়, সারাদিন খেটে রাতের ঘুমানোর জায়গা নেই অনেকের।

কংক্রিটের এই নগরীতে আছমা, ওসমানের মতো যাদের তিনবেলা খাবার জোটে না, কিংবা দিনভর খেটেও গরম কাপড় কেনার সামর্থ্য নেই, তাদের সহায়তায় সামর্থ্যবানদের দাঁড়াতে হবে সামাজিক দায়বদ্ধতা থেকেই। এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।


আরও পড়ুন: