ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা


খেলা ডেস্ক
155

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৩০ পিএম
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা ফাইল-ফটো



গেল বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। ব্যাট, বল এবং অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশ সাজায় আইসিসি। এশিয়ার ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে একাদশে ক্রিকেটার জায়গা পেলেও বাংলাদেশ এবং আফগানিস্তানের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে।

আইসিসি ঘোষিত দলে সবচেয়ে বেশি তিনজন সুযোগ পেয়েছে ভারতের। তারা হলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। এছাড়া পাকিস্তানের ক্রিকেটার রয়েছে দুইজন।

আইসিসির বর্ষসেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ওপেনিংয়ে বাটলারের সঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তানের রিজওয়ান। তিনে রয়েছেন ভারতের বিরাট কোহলি, চারে তারই সতীর্থ সূর্যকুমার যাদব রয়েছেন।

অলরাউন্ডারদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা, গ্লেন ফিলিপস, হার্দিক পান্ডিয়া ও স্যাম কারান। সেরা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন পাকিস্তানের হারিস রউফ ও শ্রীলঙ্কার হাসারাঙ্গা। আর দলটির পেস বোলিংয়ে আছেন আইরিশ ফাস্ট বোলার জশ লিটল।


আরও পড়ুন: