ঢাকা মঙ্গলবার
২৩ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

হবিগঞ্জে হিরো আলমকে জরিমানা


ডেস্ক রিপোর্ট
203

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০২:২৬ এএম
হবিগঞ্জে হিরো আলমকে জরিমানা ফাইল-ফটো



বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে জরিমানা করা হয়েছে। উপহারের গাড়ি নিতে হবিগঞ্জে আসার পথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আড়াই হাজার টাকা জরিমানা করে। হিরো আলমকে বহনকারী গা‌ড়ি‌টি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে এই জরিমানা করা হয়।

শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সা‌লেহ আহ‌মেদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হি‌রো আল‌মের গা‌ড়ি অতিরিক্ত গ‌তি‌তে চালা‌নোর দায়ে ঢাকা-সি‌লেট মহাসড়‌কের শা‌য়েস্তাগঞ্জ এলাকায় তাঁকে জ‌রিমানা করা হয়েছে।

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন তিনি।

আরও পড়ুন

‘জিরো থেকে হিরো হওয়া’ হিরো আলমকে নিজের গাড়ি দিচ্ছেন হবিগঞ্জের শিক্ষক

নিজের ব্যবহৃত মাইক্রোবাসটি  হিরো আলমকে উপহার হিসেবে দিচ্ছেন শিক্ষক মখলিছুর রহমান

উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। আজ হিরো আলম এই গাড়ি নিতে হ‌বিগ‌ঞ্জে আসার প‌থে জ‌রিমানার মুখে পড়েন।

ওই শিক্ষকের নাম এম মখলিছুর রহমান। বাড়ি হ‌বিগ‌ঞ্জের চুনারুঘাট উপ‌জেলার নরপ‌তি গ্রামে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি। হিরো আলম আসবেন বলে ওই শিক্ষকের বা‌ড়ি‌তে ভিড় করেছেন হাজা‌রো মান‌ু‌ষ। পাশের ফুলবা‌ড়ি গ্রা‌মের তরুণ‌ জোবা‌য়ের ব‌লেন, ‘এত দিন মু‌খে মু‌খে শুনে আস‌ছি হি‌রো আল‌মের নাম। আজ তাঁকে সরাস‌রি দেখ‌তে আসছি এ গ্রা‌মে।’

আরও পড়ুন

ইভিএমে ভোট পুনর্গণনার সুযোগ নেই, হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

হিরো আলম

উপনির্বাচনের এক দিন আগে ৩১ জানুয়ারি শিক্ষক এম মখলিছুর রহমান ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন। তখন তিনি বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাঁকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাঁকে উপহার দিতে চাই।’

আরও পড়ুন

হিরো আলম নিয়ে কিছুই বলিনি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেননি হিরো আলম, যোগাযোগও করেননি। কয়েক দিন পর আবার লাইভ করেন এম মখলিছুর রহমান। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি নি‌তে তি‌নি আজ হবিগঞ্জের চুনারুঘাট উপ‌জেলার নরপ‌তি গ্রা‌মে আস‌ছেন।


আরও পড়ুন: