ঢাকা শনিবার
২০ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

মেয়ের রুটি খাওয়ার আবদার মেটাতে গিয়ে মায়ের মৃত্যু


ডেস্ক রিপোর্ট
156

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৯:৩৮ পিএম
মেয়ের রুটি খাওয়ার আবদার মেটাতে গিয়ে মায়ের মৃত্যু ফাইল-ফটো



‘মা তোমার সঙ্গে রুটি খাইতে না চাইলে তোমাকে মরতে হতো না। কেন সকালে ঘুম থেকে উঠে তোমার হাতের বানানো রুটি খেতে মন চাইলো। আমাকে রুটি দিতে রাস্তায় বের হয়েছিলে বলেই তোমাকে মরতে হলো।’ এভাবেই মায়ের মরদেহের পাশে বসে বিলাপ করছিলেন মেয়ে শিল্পী খাতুন।

মেয়ে ও জামাইয়ের জন্য রুটি দিতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন গৃহবধূ খাইরুন নেছা (৪০)। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আসিফ (২১)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খাইরুন ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের বড় মেয়ে শিল্পী খাতুন জানান, গ্রামেই আমার বিয়ে হয়েছে। সকালে মায়ের হাতের রুটি খেতে খুব মন চাইছিল। মোবাইল করে রুটি বানিয়ে দিতে বলি। আমার মা রুটি নিয়ে আমাকে দিতে আসছিলেন। বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুত বেগে গাংনীতে আসার সময় সজোরে ধাক্কা দেয়। দুজনই রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আমার মা খাইরুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: