জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে স্মোক বোমা নিক্ষেপ
ডেস্ক রিপোর্ট
410
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:০৪:৪৮ এএম

জাপানের পশ্চিমাঞ্চলে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা হামলার ঘটনা ঘটেছে।
তবে হামলার ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী অক্ষত আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায় স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য দেওয়ার সময় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪