ঢাকা বুধবার
০৯ জুলাই ২০২৫
১৬ অক্টোবর ২০২৪

প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান


খেলা ডেস্ক
395

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ | ০৭:০৮:৩১ এএম
প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান ফাইল-ফটো



দীর্ঘ সময় পর পাকিস্তান কোনো বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে। ভারতের আপত্তিতে ৯টি ম্যাচ শ্রীলঙ্কাকে সঁপে দিলেও উদ্বোধনী ম্যাচসহ ৪টি ম্যাচ পাকিস্তানের মাটিতেই হবে। সেই উদ্বোধনী ম্যাচে বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের প্রতিপক্ষ প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপাল। 

প্রথম ম্যাচে নিজেদের চেনা দল নিয়েই নামবে সবুজ জার্সিধারীরা।  দলে তেমন কোনো পরিবর্তন নেই। আজ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।


আরও পড়ুন: