ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২১ এপ্রিল ২০২৪

ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া


ডেস্ক রিপোর্ট
114

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ | ১২:১১:৩৪ পিএম
ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া ফাইল-ফটো



ঢাকায় দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কো‌রিয়া। রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।
মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। 
১৯৭৪ সালে প্রথমবারের মতো ঢাকায় দূতাবাস চালু করে উত্তর কোরিয়া। এ মাসেই দেশটি ঢাকায় তাদের মিশন বন্ধ করে দেয়। এদিকে শিগগিরই উত্তর কোরিয়া আবার দূতাবাস চালু করবে বলে ঢাকাকে জানিয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। বেইজিংয়ের দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ রাখে বাংলাদেশ।


আরও পড়ুন: