ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৯ এপ্রিল ২০২৪

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন


ডেস্ক রিপোর্ট
147

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ | ০৬:১২:০৩ পিএম
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফাইল-ফটো



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২০২৩ সালের ১৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।

প্রধান বিরোধী দল-গুলো অংশ না নিলেও বেশ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। যদিওবা অনেকেই এসব দলকে কিংস পার্টি বলে আখ্যায়িত করেন, তবে আওয়ামী লীগ কিংস পার্টি রাখার বিষয়টি অস্বীকার করে।

সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

৭ জানুয়ারি রোববার সপ্তাহের প্রথম কর্ম-দিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে।


আরও পড়ুন: