মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক
ডেস্ক রিপোর্ট
341
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০২:০০ এএম

মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার (৪ ফেব্রুয়ারি) বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।
আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়। সেই সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিসর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্পর্ক জোড়াদনের পর এটাই তার প্রথম মিসর সফর। সফরকালে তিনি মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, বেসরকারি এ হ্যাবার টেলিভিশনকে বলেন, সিসির সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট।
ফিদান আরও বিশদ বিবরণ না দিয়ে বলেন, ‘আমাদের সম্পর্কের স্বাভাবিকীকরণের কারণে মিশর কিছু প্রযুক্তিগত সহায়তা পাবে। সেক্ষেত্রে মিশর মনুষ্যবিহীন বিমান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার জন্য আমাদের সঙ্গে একটি চুক্তি করেছে।’
সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে মিশরের প্রভাবের পর তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। ইথিওপিয়াও তুর্কি ড্রোনের ক্রেতাদের মধ্যে রয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪