লোহিত সাগরে হুতিদের মার্কিন জাহাজে হামলা
ডেস্ক রিপোর্ট
190
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪ | ১২:০৩:২৫ পিএম
মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের তিনটি জাহাজ ধ্বংস করেছে। ওই জাহাজগুলোতে থাকা হুতিরা একটি কন্টেইনার জাহাজে ওঠার চেষ্টা করেছিল। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ল।
ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেওয়া ঘোষণায় এ খবর জানান।
তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তিনটি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।
তিনটি হামলাই সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে।এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার ‘কেপ অব গুড’পর্যন্ত ইসরায়েল-বিরোধী অভিযান বিস্তৃত করবে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে চারটি জাহাজ মারস্ক হ্যাংজুতে গুলি চালায় এবং কন্টেইনার জাহাজের খুব কাছাকাছি চলে যায়। নিকটবর্তী মার্কিন যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারগুলো এ সংক্রান্ত ডিসট্রেস কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। জাহাজগুলো লক্ষ্য করে গুলি চালানো হলে তিনটি ডুবে যায় এবং ক্ররা নিহত হয়। চতুর্থ জাহাজটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
হুতি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।এই পথ দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা এ পর্যন্ত শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিদের দাবি, তাদের আক্রমণগুলো গাজা যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪