ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের


ডেস্ক রিপোর্ট
194

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ | ১২:০৩:৫২ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের ফাইল-ফটো



 

বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ খুব কম হয়। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের কারণে সেই সুযোগ পাওয়া গেছে। 

কয়েক মাস আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলেছেন নিগার সুলতানারা। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুই ফরম্যাটেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।

বাংলাদেশ অধিনায়কের চোখে এটিই সবচেয়ে বড় সিরিজ। গতকাল বুধবার মিরপুরে ছিল সাজ সাজ রব। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও এই সিরিজ জয়ের ছক কষছেন বাংলাদেশ অধিনায়ক। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ মিরপুরে সকাল সাড়ে ৯টায় শুরু হবে। 

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। দুই সংস্করণ মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটিই বিশ্বকাপে।

এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অ্যালিসা হিলি, এলিস পেরি, অ্যাশলি গার্ডনার, বেথ মুনিদের মতো বিশ্ব তারকাদের মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের হারাতে যে শক্তি প্রয়োজন, সেটা কোথায় বাংলাদেশের? নিগার সুলতানা জানিয়ে দিলেন, অসিদের হারানোর শক্তি তাদের হাতে রয়েছে। 

আজ ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে নিগার বলেন, ‘অস্ট্রেলিয়া ৪-৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য, তাদের সেই শক্তির জায়গাটা যত দ্রুত সম্ভব ভেঙে দেওয়া। বোলিংয়ে আমরা সেরা, এটা বলতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের বোলাররা আত্মবিশ্বাসের সঙ্গে ভালো পারফর্ম করে। সেদিক থেকে আত্মবিশ্বাসী আমি। যেহেতু ব্যাটিংনির্ভর দল তারা, তাদের ব্যাটিং ইউনিট যদি ধসিয়ে দিতে পারি, যদি তাদের কোনো সুযোগ না দিই, ভালো বোলিং করি, তাহলে ইতিবাচক ফল হবে আমাদের।’

বাংলাদেশের শক্তি সম্পর্কে ধারণা রয়েছে অস্ট্রেলিয়ার। অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, ‘বোলিং বিভাগ তাদের শক্তির জায়গা। ভারতের বিপক্ষে তাদের সিরিজের কিছু অংশ দেখেছি। এই কন্ডিশনে ভারতের আগ্রাসী ব্যাটিং লাইনআপের জন্য কাজটা চ্যালেঞ্জিং করে তুলেছিল তারা। ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের পালটা আক্রমণ করতে হবে। দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচ সিরিজের ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। টেবিলে তাদের অবস্থান সপ্তম। এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের শীর্ষ অপর পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট


আরও পড়ুন: