পাকিস্তানে ফের ঊর্ধ্বগতিতে পেট্রোলের দাম
ডেস্ক রিপোর্ট
288
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪ | ১০:০৩:৩১ এএম

মুদ্রাস্ফীতিতে জর্জরিত পাকিস্তানের জনগণের দুর্ভোগ আরও বাড়ছে। দেশটিতে ফের বাড়তে যাচ্ছে পেট্রোলের দাম। দেশটির শিল্প কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ১০ রুপি বেড়েছে। খবর জিও নিউজের।
বর্তমানে পাকিস্তানে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় ২৮০ রুপি করে। পরবর্তী পাক্ষিক পর্যালোচনায় এই দাম লিটার প্রতি বেড়ে প্রায় ২৯০ রুপি হতে পারে।
এদিকে, হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ১ দশমিক ৩০ রুপি কমে ২৮৪.২৬ রুপি হতে পারে বলে অনুমান করা হয়েছে। বর্তমানে এর দাম প্রতি লিটার ২৮৫.৮৬ রুপি।
এছাড়াও কেরোসিনের দাম প্রতি লিটারে ০.১৭ রুপি কমে ১৮৮.৪৯ রুপি হতে পারে বলে ধারণা। একইভাবে, লাইট ডিজেল তেলের (এলডিও) দাম লিটার প্রতি ০.৪৫ রুপি বাড়তে পারে।
একজন কর্মকর্তা বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পেট্রোলের স্থানীয় দাম বাড়ানো হবে। গত দুই সপ্তাহে পেট্রোলের আন্তর্জাতিক মূল্য ব্যারেল প্রতি ৯৫ ডলার। মার্চের প্রথম পাক্ষিকে এই দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছিল। বিশ্ব বাজারে পেট্রোলের দাম বৃদ্ধির কারণে ব্যাপক পরিবর্তন আসবে।
তিনি জানান, বিশ্ববাজারে পেট্রলের দাম বৃদ্ধির কারণে পাকিস্তানেও পেট্রলের দামে ব্যাপক পরিবর্তন আসবে। তবে, বিশ্ববাজারে হাই-স্পিড ডিজেলের দাম কমে যাওয়ার কারণে পাকিস্তানেও এর দাম কমানো হবে। মার্চের প্রথম ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল ব্যারেল প্রতি ৯৯ ডলার। কিন্তু গত সপ্তাহে তা ৯৮ ডলারে নেমে এসেছে।
বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম এবং স্থানীয় মুদ্রার বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিন পরপর জ্বালানির দাম পর্যালোচনা করে পাকিস্তান। গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম সামান্য বেড়ে ২৭৭ দশমিক ৯৪-এ লেনদেন হয়েছে। আজ রবিবার জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করবে পাকিস্তান। এটি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪