ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

হানিয়ার-এরদোয়ানের বৈঠক, ক্ষেপেছে ইসরায়েল


ডেস্ক রিপোর্ট
135

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪ | ০২:০৪:৩০ পিএম
হানিয়ার-এরদোয়ানের বৈঠক, ক্ষেপেছে ইসরায়েল ফাইল-ফটো



ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।গত শনিবার (২০ এপ্রিল) ইস্তাম্বুলের দলমাবাচ অফিসে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক ও হামাসের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। খবর ডেইলি সাবাহর।

বৈঠকে তারা মূলত গাজা ও ফিলিস্তিনের ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণসহায়তা প্রদান এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই হবে ইসরায়েলের প্রতি তাদের সবচেয়ে শক্তিশালী জবাব। ইসরায়েলি অপপ্রচার ঠেকিয়ে ফিলিস্তিনিদের সম্পর্কে সত্য ও তাদের ন্যায্য অধিকার সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে আরও বেশি করে জানাতে হবে।

এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এরদোয়ানকে আক্রমণের নিশানা করেছেন।

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরায়েল কাটজ লিখেছেন, এরদোয়ান, আপনার লজ্জা হওয়া উচিত! পোস্টে তিনি হানিয়া-এরদোয়ানের বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন। 
 


আরও পড়ুন: