দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস
ডেস্ক রিপোর্ট
149
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪ | ০৫:০৪:৩৮ পিএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড বলেছে, লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে তাদের যোদ্ধারা সোমবার উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটির লেবানন শাখা জানিয়েছে, তারা কিরিয়াত শমোনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বেশিরভাগ প্রজেক্টাইল ধ্বংস করা হয়েছে। আর কিছু খোলা জায়গায় পড়েছে। আইডিএফ জানিয়েছে, রকেটের উৎসে গোলাবর্ষণ করা হয়েছে।
এ হামলায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে হামাসের একটি প্রতিনিধিদল সোমবার মিশরে পৌঁছানোর প্রত্যাশিত সময়ে সর্বশেষ রকেট হামলার খবর এলো, যেখানে তারা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে সাড়া দেওয়ার কথা ছিল।
এর আগে গত ২১ এপ্রিল, কাসাম ব্রিগেড উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছিল। যা গত জানুয়ারিতে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে ইসরায়েলের হামলায় হামাসের ডেপুটি লিডার সালেহ আল-আরুরি এবং ছয়জন যোদ্ধা নিহত হওয়ার প্রতিক্রিয়া ছিল।
সূত্র: আল আরাবিয়া
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪
গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪
মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪
ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪