গ্রীসের এথেন্সে দাবানলে একজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
79
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪ | ১০:০৮:০৭ এএম
গ্রিসের এথেন্সের শহরতলীতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, উত্তর এথেন্সের ভ্রিলিসিয়া শহরের একটি দোকানের ভেতরে মৃতদেহটি পাওয়া গেছে। মৃতদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
ফায়ার সার্ভিসের মুখপাত্র কর্নেল ভ্যাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানান, আগুন অব্যাহত আছে। কারণ ম্যারাথন এবং পেন্টেলি শহরের আশেপাশের বেশিরভাগ এলাকায় বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। তবে উত্তরপূর্ব অ্যাটিকা অঞ্চলে আর কোনও সক্রিয় দাবানল নেই। এই এলাকায় এথেন্সের কিছু অংশ রয়েছে। তবে নতুন করে দাবানল ছড়িয়ে পড়লে তা আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেন তিনি। এসব এলাকার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল হুমকির মধ্যে রয়েছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক করার পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার বিকেলে গ্রিসের রাজধানী থেকে ৩৫ কিলোমিটার উত্তরে দাবানল শুরু হয়। তখন থেকে ৭০০ টির বেশি অগ্নিনির্বাপক কর্মী, ১৯৯টি ফায়ার ইঞ্জিন এবং ৩৫টি ওয়াটারবোম্বিং বিমান আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। দাবানল নেভাতে গ্রিসকে সাহায্যের হাত বাড়িয়েছে ইউরোপের অন্য দেশগুলো। ইতালি এরই মধ্যে দুটি বিমান পাঠিয়েছে। আগুন নেভাতে একটি করে বিমান পাঠিয়েছে সার্বিয়া ও ফ্রান্স। স্পেন, চেক প্রজাতন্ত্র এবং রোমানিয়া আরও যানবাহন, কর্মী এবং সাহায্য পাঠাচ্ছে। প্রতিবেশী দেশ তুরস্কও দুটি বিমান এবং একটি হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সূত্রঃ রয়টার্স
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪