যুদ্ধবিধ্বস্ত সুদানে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ৬০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
67
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪ | ১০:০৮:৫৩ এএম
যুদ্ধবিধ্বস্ত সুদানে ভারি বৃষ্টিপাতের কারণে একটি বাঁধ ভেঙ্গে অন্তত ৬০ জন নিহত হয়েছে। বর্তমানে তল্লাশি অভিযান চলছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরবাত বাঁধের ধারণক্ষমতা ২৫ মিলিয়ন কিউবিক মিটার এবং এটি পোর্ট সুদানের উপকূলীয় শহরে অবস্থিত।যেটি দেশটির পানীয় জলের প্রধান উৎস।
১৬ মাসের গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান এখন প্রবল বর্ষণ এবং বন্যার সম্মুখীন হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। লোহিত সাগরের তীরবর্তী এই দেশটিতে এই বাঁধের পতনে খামার এবং বহু গ্রাম ভেসে গেছে।স্থানীয় বাসিন্দা আলি ইসা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘মানুষ সাতটি গাড়িতে আটকে ছিল, তারা তাদের বের করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।’ আরো একজন মুসা মোহাম্মদ মুসা বলেন, বাঁধে ভাঙনের পর একটি এলাকায় সমস্ত বাড়িঘর এবং সবকিছু ভেসে গেছে বলে তাকে বলা হয়েছে।
বেসরকারী মালিকানাধীন রেডিও দাবাঙ্গা ওয়েবসাইট অনুসারে, ভারি বৃষ্টিপাত সুদানে একটি বড় ফাইবার-অপ্টিক তারেরও ক্ষতি করেছে, যার ফলে টানা দ্বিতীয় দিনের জন্য দেশের অনেক অংশে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। স্থানীয় সংবাদপত্র মেরদামীক জানিয়েছে, পাহাড়ে আশ্রয় নেওয়ার পর আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করছে বিমানবাহিনী।লোহিত সাগর রাজ্যের জল কর্তৃপক্ষের পরিচালক ওমর ইসা তাহির স্থানীয় সংবাদ সাইট আখবারকে বলেছেন, বন্যা ‘পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিয়েছে’। সেনাপ্রধান আবদুল-ফাত্তাহ আল-বুরহান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।একটি ফেসবুক পোস্টে সেনাবাহিনী সব ফেডারেল এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে এই অঞ্চলের নাগরিকদের সাহায্য করার জন্য এবং তাদের সমর্থন ও সহায়তা দেওয়ার জন্য আহবান জানিয়েছে।’
আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হলে গত এপ্রিল থেকে সুদান যুদ্ধে বিধ্বস্ত হয়েছে। লাখ লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে বাধ্য করা হয়েছে এবং একাধিক রাজ্য দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।তবে এখন এই চরম আবহাওয়া কেবল খাদ্য ঘাটতিকে আরো বাড়িয়ে তুলবে।
সূত্র : বিবিসি
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪