কারাবন্দি স্বামী-স্ত্রীর সঙ্গে জেলে কেবিন সুবিধায় সময় কাটাতে পারবে
ডেস্ক রিপোর্ট
278
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৯:৫৮ পিএম
জেলের ভেতরেই স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন বন্দিরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে ভারতের পাঞ্জাবের জেলে চালু হয়েছে এই নতুন নিয়ম। ভারতের এটিই প্রথম কোনো রাজ্য, যেখান এই নিয়ম চালু করল কারা বিভাগ।
কারা বিভাগের এক কর্মকর্তা বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে গোবিন্দওয়াল সাহিব সেন্ট্রাল জেল, নাভার নতুন জেলা জেল, ভাটিণ্ডার মহিলা জেলে এই সুযোগ চালু করা হচ্ছে। তবে ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িতদের সুযোগটি দেওয়া হবে না।
কারা কর্তৃপক্ষ বলে, স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চাইলে জেলে থাকাকালীন বন্দিকে ভালো আচরণ করতে হবে। তবেই সংশোধনাগারের নির্দিষ্ট একটি ঘরে দুই ঘণ্টার জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেবে কারা বিভাগ।
জানা গেছে, ওই ঘরের সঙ্গে থাকবে শৌচালয়ও। তিন মাসে এক বারই মিলবে সাক্ষাতের সুযোগ।
[caption id="attachment_4365" align="alignleft" width="1400"] ফাইল ফটো[/caption]
কারা বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘যারা দীর্ঘদিন জেলে রয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। গোটা দেশে প্রথম পঞ্জাবেই সঙ্গীর সঙ্গে বন্দিদের সময় কাটানোর ব্যবস্থা করা হচ্ছে।’
কারা বিভাগ জানায়, এই নিয়ম চালু হলে বন্দিরা নিজেদের তাগিদেই আচরণ ভালো করার চেষ্টা করবেন। তাদের দাম্পত্য জীবনও সুন্দর হবে।
তবে, শর্তানুসারে বন্দির সঙ্গে দেখা করতে এলে স্বামী বা স্ত্রীর বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি, কোভিড, এইচআইভি বা কোনো সংক্রামক রোগ নেই, এমন মেডিকেল সার্টিফিকেটও দেখাতে হবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪