বিশ্বে করোনায় হাজারের বেশি মৃত্যু,শনাক্ত ৪ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
374
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৩৬ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৮ হাজার ৭২৭ জন। আর শনাক্তের সংখ্যা ৬১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৩৫৭ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জাপান ও রাশিয়া। অন্যদিকে শনাক্তে শীর্ষে অবস্থান করছে জাপান, রাশিয়া ও ফ্রান্স।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২৩৮ জন। ফলে দেশটিতে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৫১ জন। আর মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৮১ হাজার ৫৬৬ জন।
ফ্রান্সে এ সময়ে ৩৩ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫২৪ জন। ইতালিতে ২১ হাজার ৮৩ জন শনাক্তসহ মৃত্যু হয়েছে ৪৯ জনের।
দক্ষিণ কোরিয়ায় গত একদিনে ২৯ হাজার ৮১ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৬৮ জনের। অন্যদিকে রাশিয়াতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৩৩৫ জন।
জাপানে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫৮ জন। অস্ট্রেলিয়াতে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৩৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের।
তাইওয়ানেও গত একদিনে শনাক্তের সংখ্যা বেড়েছে। দেশটিতে নতুন করে ৪০ হাজার ২৫ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৪১ জনের।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪