ঢাকা বৃহস্পতিবার
২৮ মার্চ ২০২৪
২৫ মার্চ ২০২৪

সিরিয়ার উপকূলে নৌকা ডুবে ৮৯ অভিবাসী নিহত


ডেস্ক রিপোর্ট
157

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৩২ এএম
সিরিয়ার উপকূলে নৌকা ডুবে ৮৯ অভিবাসী নিহত ফাইল-ফটো



সিরিয়ার উপকূলে অভিবাসী নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লেবানিজ সেনাবাহিনী একজন পাচারকারীরে আটক করা হয়েছে। খবর আল জাজিরা।

ইস্কান্দার আম্মার হাসপাতালের বরাত দিয়ে সিরিয়ার নিউজ এজেন্সি সানা জানায়, ৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১৪ জন আল বাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দুই জনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

১৫০ জনের অধিক লোক বহনকারী ওই নৌকাটি লেবাননের রাজধানী ত্রিপলি থেকে ৫০ কিলোমিটার দূরে সিরিয়ার তারতুস বন্দরের কাছাকাছি ডুবে যায়।

জাতিসংঘ বলছে, নৌকায় আরোহণকারীদের মধ্যে অধিকাংশ ছিল লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনের বাসিন্দা। এদের মাঝে শিশু ও বৃদ্ধরাও ছিল।

দ্বিতীয় দিনের মতো মারা যাওয়া ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়।

সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর অনেকে লেবানন হয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করে। এদিকে ২০১৯ সালে লেবাননে অর্থনৈতিক সংকট শুরু হলে দেশটির অনেক বাসিন্দা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এজন্য তারা অবৈধ পথ বেছে নিচ্ছে।

লিবিয়া থেকে সহজে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো যায়। এজন্য ২০২০ সাল থেকে এখানে অভিবাসীদের সংখ্যা বাড়ছে।


আরও পড়ুন: