ঢাকা বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪
১৮ এপ্রিল ২০২৪

ইউক্রেনে অন্ধকারে ১৫ লাখ মানুষ


ডেস্ক রিপোর্ট
175

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ | ১১:১০:৪৩ এএম
ইউক্রেনে অন্ধকারে ১৫ লাখ মানুষ ফাইল-ফটো



ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া নতুন করে পাওয়ার গ্রিডে হামলা চালানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এরই অংশ হিসেবে দেশেটির পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে কিয়েভ। খবর বিবিসি।

তবে পাওয়ার গ্রিডে হামলা চালানোর জন্য যেসব মিসাইল এবং ড্রোন ছোঁড়া হয়েছে সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। জেলেনস্কি আরও বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইউক্রেন বাহিনীকে পরাস্ত করা যাবে না।

শনিবার (২২ অক্টোবর) এক ভিডিও বাতায় জেলেনস্কি বলেন, রাশিয়ার মিসাইল কিংবা ড্রোন হামলা প্রতিহত করার শতভাগ সামর্থ নেই। তবে আমরা আমাদের মিত্রদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিহত করতে পারব। সে আত্মবিশ্বাস আমাদের আছে।

জেলেনস্কি যখন এই কথা বলছেন তখন গত সপ্তাহের সোমবারে রাশিয়ার হামলায় দেশটির তৃতীয় বড় পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে।

জেলেনস্কি আরও বলেন, আগ্রাসনকারীরা আমাদের জনগণকে আতঙ্কিত করা অব্যাহত রেখেছে৷শনিবার রাতে চালানো হামলায় ইউক্রেন বাহিনী ৩৬টি রকেট ভূপাতিত করে।

এদিকে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউক্রেনেরগো বলছে, চলতি মাসে রাশিয়ার হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।


আরও পড়ুন: