‘প্লেবয় কিং’ খ্যাত কৃষক কান প্রস্তুতি নিচ্ছেন ৮৮তম বিয়ের
ডেস্ক রিপোর্ট
354
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২ | ১০:১১:১০ এএম

১৪ বছর বয়সে প্রথম বিয়ে এখন বয়স ৬১। এরইমধ্যে সেরে ফেলেছেন ৮৭টি বিয়ে। এবার ৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান।
বারবার বিয়ে করার জন্য ইন্দোনেশিয়ায় ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে কানের। এবার তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ৬১ বছর বয়সী কান পেশায় কৃষক। জানিয়েছেন, তিনি কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না।
তবে কান ৮৮তম বিয়ে যাকে করছেন, সেই পাত্রী তারই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, ‘বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালোবাসা আজও প্রবল।’
কান জানিয়েছেন, পাত্রীও তাকে খুব ভালবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি।
কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। কনে ছিল তার থেকে দু’বছরের বড়। বিয়ে ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল। আমার খারাপ ব্যবহারের জন্যই দু’বছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী।’
প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয় জানিয়ে কান বলেন, এরপর আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। কানের কথায়, সে যাই হোক, নারীদের জন্য অসম্মানজনক, এমন কোনো কাজ আমি করি না। কারো মন নিয়ে খেলাও করি না।
৮৮তম বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া কানের কতগুলো সন্তান, পরিবারের মোট সদস্য সংখ্যা কতো তা জানা যায়নি। জানা যায়নি তার স্ত্রীদের পরিচয়ও।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪