ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

সাকিবের ঘূর্ণিতে ভারত শিবিরে বেহাল অবস্থা


খেলা ডেস্ক
294

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২ | ০২:১২:১৩ পিএম
সাকিবের ঘূর্ণিতে ভারত শিবিরে বেহাল অবস্থা ফাইল-ফটো



তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে সপ্তম উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। যেখানে সবশেষ আঘাত হেনেছেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শিখর ধাওয়ান। প্রথম পাঁচ ওভার কোনো সমস্যা ছাড়াই কাটিয়ে দেন ভারতীয় দুই ওপেনার। তবে ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। এ সময় মেহেদী মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ৭ রান করা শিখর। প্রথম দশ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল এক উইকেটে ৪৮ রান। রোহিত ও বিরাট কোহলির ব্যাটে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। এমন সময় আক্রমণে এসেই জোড়া আঘাত হেনে সব হিসেব উল্টে দেন সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ডেলিভারিতে অনন্য আর্ম বলে রোহিতকে বোল্ড করেন সাকিব। এক বল বিরতি দিয়ে কোহলিকে ফেরান তিনি। যেখানে অবিশ্বাস্য এক নজরকাড়া ক্যাচ ধরে বড় ভূমিকা রাখেন লিটন দাস। সাজঘরে ফেরার আগে রোহিত ২৭ ও কোহলি ৯ রান করেন। দ্রুত ৩ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় অইড়ে ভারত। সেখান থেকে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। দুজনে মিলে গড়েন ৪৩ রানের জুটি। ২৪ রান করা শ্রেয়সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। রাহুল ও ওয়াশিংটন সুন্দর মিলে এরপর দলকে এগিয়ে নিতে থাকেন। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৬০ রান, যা ইনিংসের সর্বোচ্চ। এউ দুজনের ব্যাটে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে টাইগারদের একজন সাকিব আছেন না! আর তাই যেন আরেকটি স্পেলে এসেই ওয়াশিংটনকে ফেরান সাকিব। এবাদত হোসেন কিছুক্ষণ আগে একই ব্যাটারের ক্যাচ মিস করলেও এবার ভুল করেননি। ১৯ রানে ফেরেন এই অলরাউন্ডার। পরের ওভারে যেন আগের ওভারের দেনা শোধ করেন সাকিব! এবার এবাদত ছিলেন বোলার। তার বলে শাহবাজ আহমেদের ক্যাচ তালুবন্দি করেন সাকিব। এই ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। নিজের পরের ওভারে অবশ্য আর কারো সাহায্য নেননি সাকিব। এবার শার্দুল ঠাকুরকে সরাসরি বোল্ড করেন তিনি। একপ্রান্ত আগলে লড়াই করে যাচ্ছেন রাহুল। এরই মধ্যে ৪৮ বলে ফিফটি পূরণ করেছেন এ ব্যাটার। বর্তমানে অপরাজিত আছেন ৫৫ রানে।


আরও পড়ুন: