দুই ছিনতাইকারীকে জীবন্ত পুড়িয়ে মারল স্থানীয় বাসিন্দারা
ডেস্ক রিপোর্ট
280
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:১৫ এএম
পাকিস্তানের উত্তর করাচির সেক্টর এল-ওয়ানের বাসিন্দারা দুই জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছেন। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করেছিলেন তারা।
উদ্ধার সূত্র জানিয়েছে, প্রথমে ওই দুজনকে নির্যাতন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের গায়ে আগুন ধরিয়ে দেন তারা। এতে ঘটনাস্থলে উভয় অপরাধীর মৃত্যু হয়। পরে নিকটবর্তী হাসপাতালে তাদের মরদেহ স্থানান্তর করা হয়।
এসএসপি সেন্ট্রাল মারুফ উসমান বলেন, সেই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ইতোমধ্যে দুই ব্যক্তিরই পরিচয় শনাক্ত করা গেছে। এর মধ্যে একজন হলেন মুহাম্মদ ইমরান। আর অপর ব্যক্তি হলেন নাদির হোসেইন।
পুলিশে তথ্য অনুযায়ী, উভয় ব্যক্তির নামে আগে থেকে অপরাধের রেকর্ড ছিল। নাদিরের বিরুদ্ধে কোরাঙ্গি, মালির ও সেন্ট্রাল জেলায় একাধিক মামলা রয়েছে। আর পশ্চিম জেলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ আছে।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, জিব্রান নামের এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই অপরাধী। এতে ভুক্তভোগী চিৎকার করেন। অদূরে রিকশা স্ট্যান্ডের কাছে অপরাধীদের ধরে ফেলেন দোকানিরা।
বাঁচতে ছিনতাইকারীরা গুলি করার চেষ্টা করেন। তবে পিস্তলের মুখে তা আটকে যায়। পরে দুজনকে ধরে নির্যাতন করেন স্থানীয় নাগরিকরা। একপর্যায়ে উভয়ের গায়ে আগুন জ্বালিয়ে দেন। এরপর তাদের প্রধান রাস্তায় ফেলে দেন তারা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪