ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রের আকাশে ‘চীনা গুপ্তচর’গুলি করে ভূপাতিত


ডেস্ক রিপোর্ট
298

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:৩১ এএম
যুক্তরাষ্ট্রের আকাশে ‘চীনা গুপ্তচর’গুলি করে ভূপাতিত ফাইল-ফটো



যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে বেলুনটি মার্কিন আকাশে উড়তে থাকে। খবর আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশের পরই এটি গুলি করে ভূপাতিত করা হয়। সফলভাবে এটি গুলি করে সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

মার্কিন সরকারের নির্দেশনার পর যুদ্ধ বিমান দিয়ে বেলুনটিকে গুলি করা হয়। এ সময় ওই স্থানে জাতীয় সুরক্ষার জন্য সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়।

চীনা গুপ্তচর ওই বেলুনটি স্থল থেকে ৬০ হাজার ফুট উপরে ছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আটলান্টিক মহাসাগরের উপরে বেলুনটি উড়ছিল।

টেলিভিশনে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বেলুনটির ওপর গুলি করার পর সেটি সমুদ্রে পড়ে যায়।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন প্রথমে গুলি করার ঘোষণা দিয়ে বলেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থানগুলো পর্যবেক্ষণ করার জন্য বেলুনটি ব্যবহার করে।


আরও পড়ুন: