ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা


ডেস্ক রিপোর্ট
287

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা ফাইল-ফটো



যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক বন্দুকধারী মিশিগান অঙ্গরাজ্যের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বিচারে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। গড়নে ছোটখাটো এই ব্যক্তি মাস্ক পরা ছিলেন। তাকে এখন পর্যন্ত ধরা যায়নি।

সন্দেহভাজন বন্দুকধারীর একাধিক ছবি প্রকাশ করেছে পুলিশ। ছবিতে দেখা যায়, তার পায়ে লাল রঙের কেডস। গায়ে জিনসের জ্যাকেট। মাথায় বেসবল ক্যাপ।

সন্দেহভাজন বন্দুকধারী ঠিক কী কারণে নির্বিচারে গুলি চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টিতে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।


আরও পড়ুন: