টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
ডেস্ক রিপোর্ট
215
প্রকাশিত: ০৭ Invalid Month ২০২৩ | ০৪:০৫:২০ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মলে কেনাকাটা করতে আসা লোকজনকে লক্ষ্য করে বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ডালাসের উত্তরে অবস্থিত অ্যালেন শহরের ওই মলটি থেকে কয়েকশ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে, হামলাকারী ওই একজনই ছিল বলে মনে করা হচ্ছে।
আহত অন্তত ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কয়েকটি শিশু আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পর একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে 'অবর্ণনীয় ট্রাজেডি' হিসেবে অভিহিত করেন। টেক্সাসের এই এলাকায় প্রায় এক লাখ লোকের বাস।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

সিয়েরা লিওনে হামলায় নিহত ২০
২৮ নভেম্বর ২০২৩

ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া
২৭ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট
০৫ নভেম্বর ২০২৩

‘হিলারি’র আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া
২১ Invalid Month ২০২৩

দক্ষিণ কোরিয়ায় বন্যায় মৃত বেড়ে ৩৯
১৭ Invalid Month ২০২৩

নতুন ভিসা নীতি: বাংলাদেশের প্রতিক্রিয়ায় খুশি যুক্তরাষ্ট্র
২৭ Invalid Month ২০২৩