ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
৩০ এপ্রিল ২০২৪

আমদানি পেঁয়াজেও ৩ গুণ মুনাফা


ডেস্ক রিপোর্ট
187

প্রকাশিত: ০৮ জুন ২০২৩ | ১০:০৬:০৫ এএম
আমদানি পেঁয়াজেও ৩ গুণ মুনাফা ফাইল-ফটো



আমদানি পেঁয়াজ নিয়েও চলছে মধ্যস্বত্বভোগীদের ‘রাজত্ব’। সরকার নির্ধারিত শুল্ক কর যোগ করেও আমদানি পেঁয়াজের কেজিপ্রতি দাম পড়ছে মাত্র ২০ টাকা। তবে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সিন্ডিকেট করে এখনও পেঁয়াজে তিন গুণ মুনাফা লুটছে মধ্যস্বত্বভোগীরা।
গত তিন দিনে প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসব পেঁয়াজের কিছু অংশ বাজারে আসতে শুরু করেছে। তবে আমদানি পেঁয়াজের বড় অংশ ১৫ দিনের মধ্যে বাজারে ঢুকবে। এদিকে কোরবানি ঈদ ঘনিয়ে আসায় পেঁয়াজের চাহিদা বাড়ছে। পাইকারি মোকাম চট্টগ্রামের খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজারে বাড়ছে পেঁয়াজের বেচাকেনা। পাইকারি এসব মোকাম ও তিন স্থলবন্দরে ‘কমিশন এজেন্ট’ হিসেবে কাজ করা মধ্যস্বত্বভোগীরা এখনও নিয়ন্ত্রণ করছেন পেঁয়াজের বাজার।


আরও পড়ুন: