ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
৩০ এপ্রিল ২০২৪

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট


ডেস্ক রিপোর্ট
186

প্রকাশিত: ০৮ জুন ২০২৩ | ০৫:০৬:৩৮ পিএম
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট ফাইল-ফটো



আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (৮ জুন) শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হবে, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ব্যবহারীর পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।

তিন ঘণ্টার পরীক্ষায় প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন:

বিষয়: