ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
৩০ এপ্রিল ২০২৪

নেপালে বন্যা-ভূমিধস; প্রাণহানি বেড়ে ৩৮


ডেস্ক রিপোর্ট
173

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩ | ১০:০৮:৫৪ এএম
নেপালে বন্যা-ভূমিধস; প্রাণহানি বেড়ে ৩৮ ফাইল-ফটো



মুষলধারে বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা ঘোষণা করেছেন যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মানা আচার্য বলেন, এ বছর অন্তত ৩৮ জন মারা গেছে এবং অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছে। কাঠমান্ডুর কাছে একটি গ্রামে ভূমিধসের নিচে চাপা পড়ে থাকা একটি বাড়ির নিখোঁজ ছয় বাসিন্দাকে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

সাধারণত প্রত্যেক বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিমালয় অঞ্চলের এই দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে প্রত্যেক বছর বহু মানুষ মারা যান। বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যায় নিখোঁজ হন আরও অনেকে।


আরও পড়ুন: