ঢাকা মঙ্গলবার
০৮ অক্টোবর ২০২৪
০৩ অক্টোবর ২০২৪

৮ মিনিটে পদ্মা পাড়ি দিল প্রথম পরীক্ষামূলক ট্রেন


ডেস্ক রিপোর্ট
230

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:০৯:৪৬ পিএম
৮ মিনিটে পদ্মা পাড়ি দিল প্রথম পরীক্ষামূলক ট্রেন ফাইল-ফটো



ঠিক বেলা ১১টা ২৬ মিনিটে পদ্মা সেতুতে ট্রেনটি ওঠে। এরপর বেলা ১১টা ৩৪ মিনিটে ট্রেনটি পার হয় পদ্মা সেতু। অর্থাৎ ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু ট্রেনে করে পাড়ি দিতে সময় লেগেছে ৮ মিনিট।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০টা ৭ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের পথে রওয়ানা হয়।

প্রথমবারের মতো ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক যাত্রার জন্য বুধবার ঢাকায় প্রবেশ করে ট্রেনটি। এর আগে ট্র্যাক কার ও মালবাহী ট্রেন পদ্মা সেতু অতিক্রম করলেও এবারই প্রথম যাত্রী বহনের ট্রেনটি প্রবেশ করেছে রাজধানীতে। আর আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ রেলপথের উদ্বোধন করবেন।


আরও পড়ুন:

বিষয়: