নিয়মিত খেজুর খেলে কী হয়
ডেস্ক রিপোর্ট
41
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০৯:৫১ পিএম

প্রতিদিন যদি অন্তত দুটি খেজুর খেতে পারেন তবে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। চলুন জেনে নেয়া যাক খেজুরের উপকারিতা
১. খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াশ। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২. শরীরের জন্য প্রাকৃতিক ফাইবার বা আঁশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে রয়েছে পর্যাপ্ত ফাইবার বা আঁশ যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
৩. প্রতিটি খেজুরে রয়েছে ২০ থেকে ২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
৪. রক্তস্বল্পতার সমস্যায় খেজুর হতে পারে আশ্চর্য সমাধান। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।
৫. চিনির চমৎকার বিকল্প হতে পারে খেজুরের রস ও গুড়। যাদের মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু মিষ্টি পছন্দ করেন তারা খেজুর খেতে পারেন।
৬. কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন। পর দিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন। দূর হবে কোষ্ঠকাঠিন্য।
৭. খেজুরে থাকা নানা খনিজ হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
৮. খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনা ভালো রাখে। ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে।