ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
৩০ এপ্রিল ২০২৪

হরতালে ট্রেন-লঞ্চ চলাচল স্বাভাবিক


ডেস্ক রিপোর্ট
112

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:১০:৪৫ এএম
হরতালে ট্রেন-লঞ্চ চলাচল স্বাভাবিক ফাইল-ফটো



বিএনপি-জামায়াতের ডাকা হরতালে ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় ঘটেনি। প্রায় নির্ধারিত সময়েই ছেড়েছে প্রতিটা ট্রেন। সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

রোববার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গেছে প্রতিটি ট্রেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আফসার উদ্দিন গণমাধ্যমকে বলেন, হরতালে ট্রেনে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়েছে।

অপরদিকে সকাল থেকেই রাজধানীর সড়ক-মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়ছে। অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে।

অন্যদিকে ভোর থেকেই চাঁদপুর, ভোলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে ছেড়ে গেছে লঞ্চ। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ এসেছে।


আরও পড়ুন:

বিষয়: