ঢাকা শুক্রবার
০৩ মে ২০২৪
৩০ এপ্রিল ২০২৪

গ্যাস বেরুচ্ছে কুমিল্লায় সদ্য বসানো নলকূপ দিয়ে


ডেস্ক রিপোর্ট
131

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ | ০৫:১২:২৫ পিএম
গ্যাস বেরুচ্ছে কুমিল্লায় সদ্য বসানো নলকূপ দিয়ে ফাইল-ফটো



কুমিল্লার লাকসামে নতুন টিউবওয়েল বসানোর পর পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস। 
রবিবার (১৭ ডিসেম্বর) উপজেলার আজগরা ইউপির ঘাটার নোয়াগাও গ্রামের পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমিয়েছে। 
এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।”


বাড়ির মালিক আবুল কালাম বলেন, রবিবার সকালে আমার ভাগ্নের বাড়িতে নতুন টিও-বয়েল বসানো হয়। কাজ শেষে টিউবওয়েল থেকে পানির পরিবর্তে অনবরত গ্যাস বের হচ্ছে। এ সময় দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিলে তা দীর্ঘ সময় ধরে জ্বলতেছে। রাত হওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।
ওই গ্রামের বাসিন্দা মহিন উদ্দিন বলেন, “টিউবওয়েল বসানোর পর আপনা-আপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রবিবার রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে।” 
সোমবার সকালে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। 


ওই গ্রামের বাসিন্দা আবদুল্লাহ বলেন, “এভাবে গ্যাস উঠতে দেখে টিউবওয়েল মিস্ত্রিরা বলেছেন, ৫/৭ দিন পর গ্যাসের অবস্থা বুঝা যাবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”  
এ প্রসঙ্গে জানতে চাইলে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরও পড়ুন: