ঢাকা শনিবার
২০ এপ্রিল ২০২৪
১৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানের নতুন আতঙ্ক ডেঙ্গু


ডেস্ক রিপোর্ট
170

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:৩৭ এএম
পাকিস্তানের নতুন আতঙ্ক ডেঙ্গু ফাইল-ফটো



ভয়াবহ বন্যার পর এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে পাকিস্তানে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ বিষয়ে সতর্কতা জারি করেছেন। মধ্য জুনে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে প্রায় ১৫০০ মানুষ। এখনও দেশটির বন্যাকবলিত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান।

এরইমধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে।

অনেক বাস্তুচ্যুত পরিবার জলাবদ্ধ এলাকায় বাস করছেন। ফলে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়ছে।

এখন পর্যন্ত বন্যাকবলিত সিন্ধু প্রদেশে তিন হাজার ৮৩০ ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছে, এদের মধ্যে মারা গেছে অন্তত ৯ জন। তবে এই সংখ্যা দ্রুতই বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা।

পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘সিন্ধের সার্বিক পরিস্থিতি খুব খারাপ। আমরা পুরো প্রদেশেই মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি।’


আরও পড়ুন: