ঢাকা শুক্রবার
১৭ মে ২০২৪
০৫ মে ২০২৪

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস


ডেস্ক রিপোর্ট
26

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪ | ০৫:০৪:৩৮ পিএম
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস ফাইল-ফটো



ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড বলেছে, লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে তাদের যোদ্ধারা সোমবার উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটির লেবানন শাখা জানিয়েছে, তারা কিরিয়াত শমোনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বেশিরভাগ প্রজেক্টাইল ধ্বংস করা হয়েছে। আর কিছু খোলা জায়গায় পড়েছে। আইডিএফ জানিয়েছে, রকেটের উৎসে গোলাবর্ষণ করা হয়েছে।

এ হামলায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে হামাসের একটি প্রতিনিধিদল সোমবার মিশরে পৌঁছানোর প্রত্যাশিত সময়ে সর্বশেষ রকেট হামলার খবর এলো, যেখানে তারা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে সাড়া দেওয়ার কথা ছিল।

এর আগে গত ২১ এপ্রিল, কাসাম ব্রিগেড উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছিল। যা গত জানুয়ারিতে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে ইসরায়েলের হামলায় হামাসের ডেপুটি লিডার সালেহ আল-আরুরি এবং ছয়জন যোদ্ধা নিহত হওয়ার প্রতিক্রিয়া ছিল।

সূত্র: আল আরাবিয়া


আরও পড়ুন: