ঢাকা বুধবার
২৪ এপ্রিল ২০২৪
১৭ এপ্রিল ২০২৪

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত


ডেস্ক রিপোর্ট
175

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২ | ১০:১১:১০ এএম
তানজানিয়ায় বিমান বিধ্বস্ত ফাইল-ফটো



আফ্রিকার দেশ তানজানিয়ায় ৪৩ যাত্রী নিয়ে একটি বিমান ভিক্টোরিয়া হ্রদে পড়ে বিধ্বস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এতে এ পর্যন্ত ১৯ আরোহীর মৃত্যুর হয়েছে। মৃত্যুর বিষয়টি সরকারি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৩৯ জন।

বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাজালিবা।

এদিকে বিমান দুর্ঘটনার পর উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরই মধ্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি একটি তদন্ত দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: