ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

সাকিবের ঝড়ো ফিফটি, যোগ্য সাপোর্টের অভাবে হার বাংলাদেশের


ডেস্ক রিপোর্ট
146

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ১২:১০:৫০ পিএম
সাকিবের ঝড়ো ফিফটি, যোগ্য সাপোর্টের অভাবে হার বাংলাদেশের ফাইল-ফটো



নিউজিল্যান্ডের দেয়া রানের পাহাড় টপকাতে গিয়ে সেখানে চাপা পড়েছে বাংলাদেশ। তবে এর মাঝে ব্যতিক্রম অধিনায়ক সাকিব আল হাসান। পুরো দলের হয়ে একাই লড়াই করেছেন তিনি। তবে যোগ্য সাপোর্ট না পাওয়ায় কাজে কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে হার দেখতে হয়েছে ৪৮ রানে।

এতে করে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ১৪ তারিখ হবে ফাইনাল। তার আগে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নিজেদের আর ভালো করে পরখ করে নিতে পারবে তারা।

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৮টায়।

কিউইদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে আউট হন শান্ত। অবশ্য তার আগে তিনি দুইবার জীবন পান। তবে সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর আশা জাগিয়েও ব্যক্তিগত ২৩ রান করে ফেরত যান লিটন দাস। এক বছর পর সুযোগ পাওয়া সৌম্য সরকার ২৩ রান করে দলীয় ৯০ রানে আউট হন। এরপর দ্রুতই আফিফ ও রাব্বি বিদায় নিলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

অন্যপ্রান্তে টাইগার ব্যাটারদের আসা যাওয়া দাঁড়িয়ে দেখছিলেন সাকিব আল হাসান। এ সময়ে তুলে নেন অর্ধশত। কিন্তু দলীয় ১৫৩ রানে ৭ম ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৭০ রানে আউট হন সাকিব। তার ইনিংসটি সাজানো ছিল ৪৪ বলে ৮ চার ও ১ ছয়ে। শেষ পর্যন্ত মোসাদ্দেক ৯ রানে ও সাইফউদ্দিন ৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে গিয়ে থামে।

কিউইদের হয়ে অ্যাডাম মিলনে ৩টি, টিম সাউদি ও ব্রেসওয়েল ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের উড়ন্ত সূচনা এনে দেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। দলীয় ৪৫ রানে অ্যালেনকে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। দ্বিতীয় উইকেটে কনওয়ে ও গাপটিল গড়েন ৮২ রানের জুটি। গাপটিল ২৭ বলে ৩৪ রান করে এবাদত শিকার হলে ভাঙে জুটি। তখন কিউইদের সংগ্রহ ১২৭।

তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৩৪ রানের জুটি। দলীয় ১৬১ কনওয়েকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফউদ্দিন। তার আগে কনওয়ে ৩০ বলে ৩ ছয় ও ৫ চারে সংগ্রহ করেন ৬৪ রান। একই ওভারের চতুর্থ বলে মার্ক চ্যাপমেনকে প্যাভিলিয়নের পথ দেখান সাইফউদ্দিন।

তবে শেষ দিকে টাইগার বোলারদের ওপর তাণ্ডবই চালান গ্লেন ফিলিপস। ২৪ বলে ৫ ছয় ও ২ চারে ৬০ রান করে টাইগার বোলারদের ওপর তাণ্ডব করেন। দলীয় ২০৫ রানে ফিলিপসকে ফেরান এবাদত হোসেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৮ রান।

বাংলাদেশের হয়ে এবাদত ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট লাভ করেন। শরিফুল নেন একটি উইকেট।


আরও পড়ুন: